সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:২৯ অপরাহ্ন
বিডি সিলেট :: সিলেট নগরীর শাহপরান থানার বিআইডিসি এলাকার মীর মহল্লায় সৎ ভাইয়ের দায়ের কোপে মা ও বোনের মৃত্যুর পর আহত তাহসান আহমদও (৭) মারা গেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নগরীর শাহপরান থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি বলেন, ওই এলাকার আবদাল হোসেন বুলবুলের ছেলে আবাদ হোসেনের দায়ের কোপে সৎ মা রুবিয়া বেগম ও সৎ বোন মাহা ঘটনাস্থলেই মারা যায়। তার সৎ ভাই তাহসান আহমদকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ভোরে সেও মারা যায়। ঘটনার পর পুলিশ আবাদ হোসেনকে আটক করেছে।
পুলিশ জানায়, আটক আবাদের বাবা বিআইডিসি এলাকার মুদি দোকানি। আবাদ চার মাস আগে সৎ মায়ের সংসারে এসেছে বাবাকে কাজে সহযোগিতা করার জন্য। জিজ্ঞাসাবাদে আবাদ জানায়- সৎ মা তাকে নানাভাবে কষ্ট দিতেন। সেই ক্ষোভ থেকেই তিনি তাদেরকে খুন করেছেন। এর আগে আবাদ বিয়ানীবাজারের পাঁচগাও এলাকায় থাকতেন। বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা ও বোন ও ভাইকে কোপান। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান।
এদিকে ঘটনার খবর পেয়ে সিলেটে মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) সুহেল রেজা, শাহপরান থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) ময়নুল আফসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।