সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৫:১৩ পূর্বাহ্ন
বিডি সিলেট :: সিলেট প্রতিমা শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। মঙ্গলবার অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও আরতিসহ নানা ধর্মীয় আয়োজন ও আরাধনায় সনাতন ধর্মালম্বীরা দিনটি পালন করেন। বুধবার সন্ধ্যায় নগরীতে ট্রাকযোগে বিশাল প্রতিমা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ট্রাকে করে প্রতিমা নিয়ে মনোমুগ্ধকর আলোক সজ্জায় সজ্জিত করে নগরীতে শোভাযাত্রা বের হলে নগরীতে বয়ে যায় অন্য রকম এক উৎসবের আবহ। ধর্মীয় সংগীত ও নানা বাদ্যের তালে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। আর শোভাযাত্রার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দু’দিনব্যাপী স্বরস্বতী উৎসব।
সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশীর্বাদ লাভের আশায় সরস্বতী পূজা করে থাকেন।