সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৭:৩৪ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেট নগরীর জালালাবাদ এলাকা থেকে ২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জালালাবাদ থানার বলাউড়া বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সিলেট জালালাবাদ থানার বলাউড়া (ছনুপাড়া) গ্রামের সোনা মিয়া ছেলে হেলাল মিয়া (৪০), একই গ্রামের উস্তার আলীর ছেলে মো. জামাল (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নি.) দেবাশীষ দেব সঙ্গীয় অফিসার এএসআই(নি.) মো. জাহাঙ্গীর আলম, এএসআই(নি.) ফারুক আহমদ, মিজানুর রহমানসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জালালাবাদ থানার বলাউড়া বাজারস্থ আবু টেলিকম এন্ড বেডিং স্টোর নামক দোকানের সামন থেকে ভারতীয় তীর শিলং জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ঘটনাস্থল হইতে অজ্ঞাতনামা ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়। আসামীদের দেহ তল্লাশি করে আসামী হেলাল মিয়ার নিকট থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উক্ত মোবাইল ফোনের WhatsApp এর ভিতরে ভারতীয় তীর শিলং নামক জুয়া খেলার আলামত (ক্ষুদে বার্তা) পাওয়া যায়। আসামীসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে জুয়া আইনে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭।
বিষয়টি নিশ্চিত করেন এসএসপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খাঁন।