বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি:: ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এক তরফাভাবে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে বিএনপি।ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে বিয়ানীবাজার উপজেলার চারখাই পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুলিশের গুলিতে শহীদ হন।ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী নাহিদ। শহীদ ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী নাহিদের কবরে (১৫ ফেব্রুয়ারি )সোমবার বিকেলে শ্রদ্ধা নিবেদন করেন বিয়ানীবাজার উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে তারা বিয়ানীবাজার সরকারি কলেজের মেধাবি ছাত্র হুমায়ূন কবির নাহিদের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন খান, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুবের আহমদ ও সিলেট জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান প্রমুখ।