বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:২১ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: বিয়ানীবাজার সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী, কলেজ ছাত্রলীগ নেতা এবং চারখাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুর কবির চৌধুরী নাহিদের আজ ২৫তম শাহাদত দিবস। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুলিশের গুলিতে শহীদ হন।
১৯৯৬ সালে এক দলীয় প্রহসনের নির্বাচন প্রতিহত করতে শহীদ হয়েছিলেন ছাত্রলীগের মেধাবী এ ছাত্রনেতা। তাঁর আত্মদানকে স্মরণীয় করে রাখতে চারখাই বাজারের ত্রিমোহনীতে শহীদ নাহিদ চত্বর স্থাপন করা হয়। আজ সোমবার বিয়ানীবাজার উপজেলা ও চারখাই ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠন শহীদ নাহিদের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, পুষ্পশ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
শহীদ নাহিদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় আজও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করা হবে। একই সাথে শহীদ নাহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে শহীদের পরিবার।