বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৫:৩৫ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: কানাইঘাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মো: লুৎফুর রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ।
এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মো: লুৎফুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করায় সিলেট জেলা যুবলীগসহ কানাইঘাট যুবলীগের নেতা কর্মীসহ সর্বস্থরের কানাইঘাটবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অভিনন্দন বার্তায় তারা বলেন, নৌকার প্রার্থী বিজয়ের ফলে প্রমাণিত হলো কানাইঘাট আওয়ামীগ ও সহযোগী সংগঠন এখনো ঐক্যবদ্ধ। এই ঐক্য ধারা অব্যাহত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।