সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:৩৭ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল দারুল হাদীস বালিঙ্গা মাদ্রাসার ৯৭ তম বার্ষিকী ওয়াজ মাহফিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।আগামী বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে পর দিন বাদ ফজর দোয়ার মাধ্যমে শেষ হবে।
সম্মানিত অতিথি হিসেবে বয়ান পেশ করবেন,শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান,শায়খুল হাদীস আল্লামা আলিম উদ্দীন,শায়খুল হাদীস আল্লামা মুফতি নূরুল হক,শায়খে হাফিয মাওলানা শায়খ হারুনুর রশীদ,হযরত মাওলানা কামরুল ইসলাম,হযরত মাওলানা মাহমুদুর রহমান বুরহানী,হযরত মাওলানা আসাদ উদ্দিনসহ দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বয়ান করবেন।
উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জামিয়া পরিচালনা কমিটি।