রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০২:১৭ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক::পরকীয়ার’ টানে ঘর ছেড়ে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রী এখন রাস্তায়। ফিরতে পারছেন না স্বামীর ঘরে ও পিত্রালয়ে। সোমবাব (১১ জানুয়ারি) দুপুরে সিলেট শহরতলী টুকের বাজারে জনতা তাকে ঘেরাও করে রেখেছে। অভিযোগে প্রকাশ-সিলেট সদর জালালাবাদ থানার কেমিদপুর (ভুলতা) গ্রামের প্রবাসী কবির মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী তাহমিনা বেগম (২৬) । গত ৯ জানুয়ারি রাতে ‘পরকীয়ার’ টানে দুই সন্তান ফেলে স্বর্ণালংকার ও টাকাকড়ি নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যান। তার সাথে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন ১০ জানুয়ারি জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৩৬৪) করেন প্রবাসী কবির মিয়ার মা ছফিনা বেগম। সাধারন ডায়েরীতে অভিযোগ করা হয়- তাহমিনা বেগম পালানোর সময় স্বামীর ঘর থেকে নগদ ৫ লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যান। পলাতক তাহমিনা বেগম সুনামগঞ্জ জেলাল রায় সন্তুষপুর গ্রামের মৃত আক্তার আলীর মেয়ে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন তাকে সিলেট শহরতলী টুকের বাজারের রাস্তায় পেয়ে ঘেরাও করে রাখে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাহমিনা জনতার ঘেরাওয়ে আটকা পড়ে রয়েছেন বলে স্থানীয় সংবাদ সুত্রে জানা গেছে। স্থানীয় মোগলগাঁও ইউপি চেয়ারম্যান মো: হিরণ মিয়া ওই মহিলা নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত রয়েছেন। পরবর্তীতে কি হয়েছে তা অবগত নন বলে জানান তিনি।
এব্যাপারে জানতে এসএমপির জালালাবাদ থানার নবাগত ওসি নাজমুল হুদা খানের সাথে যোগাযোগ করা হলে তিনি যানান একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা মহিলাকে উদ্বার করতে অভিযান চালাচ্ছি।