বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০১:৫৫ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক:বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সিলেট জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি অনুমোদিত হওয়ায় নবগঠিত সিলেট জেলা আওয়ামীলীগ রবিবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও হযরত শাহজালাল মাজার জিয়ারত করবে।
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সকাল ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন ও বাদ জোহর হযরত শাহজালাল মাজার জিয়ারত করা হবে।
কর্মসূচি সমুহে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার আহবান জানান তিনি।