রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০১:৩৪ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক::এতদিন বাংলাদেশে আসতে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল, এখন বাংলাদেশ থেকেও বিদেশ যেতে বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ত্যাগের ৭২ ঘণ্টা আগে বা গন্তব্য দেশের নির্ধারিত সময়ের মধ্যে করোনা পরীক্ষা করতে হবে।বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)
বেবিচকের সদস্য (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস) চৌধুরী এম জিয়া উল কবির সাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণ করতে ইচ্ছুক সব যাত্রীকে বাধ্যতামূলক ভাবে সরকার নির্ধারিত হাসপাতাল থেকে আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে করোনা নেগেটিভ সার্টিফিকেট পেতে হবে। বাংলাদেশ ত্যাগের ৭২ ঘন্টা অথবা গন্তব্য দেশের নির্ধারিত সময়ের মধ্যে করোনা পরীক্ষা করতে হবে।