সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ বাদ আসর হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা এস এম জিলানী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমীর আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ প্রমুখ।
দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দলের জন্য আজীবন সেক্রিফাইজ করে গেছেন। তিনি ফ্যাসিবাদী গোষ্ঠীর কাছে মাতা নত না করায় আজ আমরা খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দল মত, ধর্ম বর্ন নির্বিশেষে সকল মানুষের দোয়াতেই প্রমান হয় তিনি জাতীর ঐক্যের প্রতিক ও অভিভাবক। আবেগাপ্লুত কন্ঠে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন মহান আল্লাহ তালা যেন দেশের স্বার্থে খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং হায়াতে তইবা দান করেন।
