স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই আগ্রাসী আয়ারল্যান্ডকে লাগাম দিতে পেরেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং শুরু করা আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের উদ্বোধনী জুটিতে আসে ৩৮ রান। তবে শরীফুল ইসলাম টিম টেক্টরের উইকেট তুলে এনে প্রথম বড় সাফল্য তুলে দেন বাংলাদেশকে। পরের বলেই মোস্তাফিজুর রহমান হ্যারি টেক্টরকে সাজঘরে পাঠান।
এরপর বাংলাদেশকে ম্যাচে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি লোরকান টাকার ১ ও কার্টিস ক্যাম্ফারকে ৯ রান করে আউট করে আয়ারল্যান্ডকে আরও চাপের মুখে ফেলে দেন। ম্যাচের ১২ ওভারে ৭৪ রানের বিনিময়ে আয়ারল্যান্ড হারিয়েছে ৫ উইকেট।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
