BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় ভারতীয় গরু ও সিগারেট জব্দ


ডিসেম্বর ২, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন তিনটি ভারতীয় গরু ও ১ হাজার ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার দত্তগ্রাম সীমান্ত থেকে ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে দত্তগ্রাম বিওপির একটি দল দুটি পৃথক অভিযান চালিয়ে গন্ত কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্ত থেকে ৫ হাজার ১৫২ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, তিনটি গরু জব্দ করা হয়।

চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।