বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলার শাখার যৌথ উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) আন্দোলনরত ৮ দলের ৬ ডিসেম্বর আলিয়া মাদরাসা মাঠে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট সহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা লালদিঘীরপারস্থ কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, বিশেষ অতিথি কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মূসা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা কমর উদ্দিন, ডাঃ মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক সিলেট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা মার্কার মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মাওলানা ক্বারী আসাদুজ্জামান, মাওলানা আব্দুর রব, মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক শহীদুর রহমান সুহেদ, মহানগর অফিস সম্পাদক হাফিজ সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা আবুল হোসাইন, হাজী আব্বাস জালালী, জেলা সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ফেদাউর রহমান দিদার, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ মাওলানা তফজ্জুল হক, হাফিজ মাওলানা রেজাউল হক, মাওলানা জহুরুল হক, মুহাম্মদ সিকন্দর আলী, আবুল কালাম, মুহাম্মদ শাব্বির আহমদ, শাহ ফয়সল আমিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আন্দোলনরত ৮ দলের ঘোষিত ৬ ডিসেম্বর জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট সহ ৫ দফা দাবিতে আন্দোলন ঐক্যবদ্ধভাবে জোরালো করতে হবে। তিনি বলেন, আগামী ৬ ডিসেম্বর আলিয়া মাঠের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।
