BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে যুবককে কুপিয়ে হত্যা


ডিসেম্বর ১, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় এক যুবককে মোটরসাইকেলে করে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাইফুল ইসলাম (২০) দনা রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে। লেনদেন সংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে মোটরসাইকেলে করে সাইফুলকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। কারা কি জন্য তাকে হত্যা করেছে এ ব্যাপারে খোঁজ নেওয়া পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে সাইফুলের আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।