বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৫:০৭ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেল সিলেটের ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার (২৯ নভেম্বর) রাত অনুমান ২.৫৫ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন হাদারপাড় সিলেট পাকা সড়ক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোয়াইনঘাট থানার ভিতরগোল গ্রামের আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ আলী (৩০)-কে আটক পূর্বক তল্লাশী করলে তার হেফাজতে থাকা ২৩০ (দুইশত ত্রিশ) বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বিরোধী সেল সিলেটের এসআই (নিঃ)/মো: কামরুল আলমের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান জানান, আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।