BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে তিন ছিনতাইকারী আটক


মার্চ ২৫, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট মহানগরের বন্দরবাজার বন্দরবাজারস্থ সিটি সুপার মার্কেটের সামন থেকে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকালে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন- সিলেটের শাহপরান থানার টিকরীপাড়া (উত্তর পাড়া) এলাকার মো. শফিক মিয়ার ছেলে মো. আইন উদ্দিন (২৬), শাহপরান থানার হাতুড়া (৯নং ওয়ার্ড) এলাকার বোরহান উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২) ও সিলেটের দক্ষিণ সুরমা থানার লাউয়াই এলাকার শমসু মিয়ার ছেলে জামিল আহমদ (২২)।

পুলিশ জানায়, বন্দরবাজার সিটি সুপার মার্কেট এর সামনে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাদের আটক করা হয়। পরে পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।