BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু


মার্চ ১৮, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সুনামগঞ্জেের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে সাইদুল রহমান (২০) নামে যুবকের মৃত্যু। মঙ্গলবার মধ্যরাতে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি। সাইদুল রহমান উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা এলাকার দক্ষিণ কলোনী গ্রামের আব্দুল হান্নান এর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে আকস্মিক ঝড়ের সময় বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন সাইদুল রহমান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।