বিডিসিলেট ডেস্ক : সিলেট নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে ৪ নারীসহ ১ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ৫ জনই অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বলে জানা যায়।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩) ও জাহানারা বেগম (৪০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে গার্ডেন টাওয়ারের ১২ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ জনকে আটক করা হয়। তাদেরকে বিরুদ্ধে এসএমপি অ্যাক্টের ৭৭ ধারায় বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।