বিডিসিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থান কাপড়, বিভিন্ন প্রকার কসমেটিক্স, ট্যাং, বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্ত দানা, কাজুবাদাম এবং কিসমিস আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বুধবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ কোটি টাকা।
ধারণা করা হচ্ছে ঈদকে সামনে রেখে এসব বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য চোরাকারবারীরা বাংলাদেশে নিয়ে এসেছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদা বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।