BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩০
আজকের সর্বশেষ সবখবর

নতুন গানে আসিফ আকবর


মার্চ ১২, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে চলেছেন তিনি। দীর্ঘ এই ক্যারিয়ারে বরাবরই তাকে দেখা গেছে নতুন শিল্পীদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে গান করতে। তার সঙ্গে দ্বৈত গান গেয়ে অনেক নারী শিল্পী হয়েছেন সঙ্গীতের তারকা। সেই ধারাবাহিকতায় আবারও আসিফ জুটি বাঁধলেন জ্যোতি নামের আরেক নতুন শিল্পীর সঙ্গে।

কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার একজন বিজয়ী। আসিফ ও জ্যোতির নতুন দ্বৈত গানের শিরোনাম ‘তুমি শুধু তোমারই মত’। মেহেদী হাসান লিমনের কথামালায় গানটিতে সুরারোপ করেছেন নাজির মাহমুদ। আর সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। ইয়ামিন ইলানের ভিডিও পরিচালনায় জ্যোতির সঙ্গে মডেল হয়েছেন তারেক জামান। আছে আসিফ আকবরের উপস্থিতিও।

নতুন এই সঙ্গীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন,  জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। সেখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একই সঙ্গে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কী আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সঙ্গীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।

আসিফ আকবরের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি। তিনি বলেন, নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এতো চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সঙ্গেই গান করা অন্তহীন আনন্দের।

জ্যোতি আরও বলেন, এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই গুণীজন। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত এই গানটি আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।