BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৫
আজকের সর্বশেষ সবখবর

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতার মৃত্যু


মার্চ ১১, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: মারা গেছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন ফিশার বেকার। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৬৩ বছর। রোববার (৯ মার্চ) তার মৃত্যুর বিষয়টি অভিনেতার ম্যানেজার একটি বিবৃতিতে ভক্তদের জানিয়েছেন।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, ১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম।

হগওয়ার্টসের অন্দরে ভূতের ভূমিকায় ‘হ্যারি পটার’-এ সাইমন ফিশার বেকারকে দেখা গিয়েছিল।‘ হ্যারি পটার’ ছাড়াও, সাইমন ‘ডক্টর হু’ নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছিলেন। সাইমন ফিশার বেকার ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা। বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি।

কমেডি চরিত্রের জন্যও দর্শকদের মাঝে পরিচিত ছিলেন । বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন।

টেলিভিশন এবং চলচ্চিত্রের বাইরেও, সাইমন ফিশার বেকারের অডিও ইন্ডাস্ট্রিতেও অনেকখানি অবদান রয়েছে। তিনি ডক্টর হু: দ্য কার্স অফ স্লিপি হলোতে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। যা মন কেড়েছিল দর্শকের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।