আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে পৃথক বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২২ জন।
স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) দেশটির ডুরাঙ্গো ও ওক্সাকা রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে।
মেক্সিকোর উত্তরাঞ্চলের ডুরাঙ্গো রাজ্য কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ২৪ জন যাত্রী নিয়ে আসা একটি বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ১৪ জনের মৃত্যু হয়।
এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ভয়াবহ দুটি দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মেক্সিকোতে উচ্চ গতি, যানবাহন ও রাস্তার বেহাল দশা এবং চালকের ক্লান্তির কারণে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। সূত্র: এনডিটিভি
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।