BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১


মার্চ ১১, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক: কয়লা-পাথর বহনকারী ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মহেষখোলা বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্তের তাহিরপুর উপজেলাধীন এলাকা থেকে নিয়ে যাওয়া কয়লা,বালু- পাথরের ট্রাক থেকে সেখানে চাঁদাবাজি করছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের একটি পক্ষ। এ নিয়ে উপজেলার সাউদপাড়ার বাসিন্দা স্থানীয় বিএনপি নেতা হযরত আলী ও হোসেনপুর গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা হারুন মাহমুদের লোকজনের মধ্যে গত সেপ্টেম্বর মাস থেকে দ্বন্দ্ব চলে আসছিল।

এই দ্বন্দ্বের জের ধরে সোমবার সন্ধ্যায় দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইটপাটকেলের আঘাতে মোহাম্মদ আলী (৬০) নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ ঘটনায় উত্তেজনা চলমান থাকায় সহকারী পুলিশ সুপার, মধ্যনগর ওসির নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয।

নবাগত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানিযেছেন, চাঁদা আদায় নিয়ে বিএনপির দুইপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঢিলের আঘাতে একজন বয়স্ক ব্যক্তি নিহত ও অনেকে আহত হয়েছেন। একজন সহকারী পুলিশ সুপার ও থানার ওসির নেতৃত্বে ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।