BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৪০
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রী রুনা খানের বাবা মারা গেছেন


মার্চ ১০, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিনগত রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

সোমবার (১০ মার্চ) সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন রুনা খান। তিনি বলেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।’

ব্যক্তিজীবনে সরকারি চাকরিজীবী ছিলেন রুনা খানের বাবা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।