BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৪০
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার


মার্চ ১০, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতকে ১৭ বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ মার্চ) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমাম মাওলানা শফিকুর রহমান সিলেটের গোয়াইনঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ছাতক উপজেলার বনগাঁও উত্তরপাড়া মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় ছাতকের ১৭ বছরের এক কিশোরী। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করে চলে গেলে সেই সুযোগে মসজিদের ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকি দেয় ওই ইমাম। পরবর্তী সময়ে আবারও শনিবার (৮ মার্চ) দ্বিতীয় দফা তাকে একই রুমে ধর্ষণ করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের কাছে বললে রবিবার (৯ মার্চ) বিকেলে কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় মামলা করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বলেন, ‘ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।