বিডিসিলেট ডেস্ক : সিলেটে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারীসহ আরও ৪ জন। গত শুক্রবার রাত ১০টায় জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ ও একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক।
তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। রাত ১০টার দিকে বলাউড়ায় মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের (ঢাকা মেট্রো ন ১২-১৯৫১) সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে- মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৬ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।