BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৭
আজকের সর্বশেষ সবখবর

অতর্কিত হামলায় পাকিস্তানের ১৮ সেনা নিহত


ফেব্রুয়ারি ১, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানায় পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা।

নাম গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, “মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়।” তিনি জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। যে তিনজন আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর। এছাড়া দুজন ভাগ্যক্রমে সেখান থেকে সরে যেতে সমর্থ হন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায়। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশকে কোনোভাবেই স্বাধীনতা দেওয়ার পক্ষে নয় পাক সরকার।

বেলুচিস্তানে এসব হামলা মূলত চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়া সেখানে থাকা চীনা কোম্পানিদের কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা। সশস্ত্র এ গোষ্ঠীর দাবি, চীনসহ অন্যান্য বিদেশিরা তাদের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। অথচ এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র।

গত নভেম্বরে কোয়েটার রেলস্টেশনে হামলার দায় স্বীকার করে বিএলএ। ওই হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ১৪ সেনাও ছিল।

বেলুচিস্তান ছাড়াও খাইবার পাখতুনখাওয়াতেও সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৪ সালে ৩৮৩ সেনা ও ৯২৫ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।