BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৩
আজকের সর্বশেষ সবখবর

গর্ভবতী নারীসহ একই পরিবারের ১০ সদস্যকে গুলি করে হত্যা


জানুয়ারি ২৯, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক গর্ভবতী নারীসহ একই পরিবারের ১০ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেসের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

প্রতিবেদন মতে, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে খোস্ত প্রদেশের আলিশার জেলার বুখানি গ্রামে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অজ্ঞাত বন্দুকধারীরা একই পরিবারের ১০ সদস্যকে গুলি করে হত্যা করে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন যিনি একসঙ্গে তিন সন্তান জন্মের আশা করছিলেন। সূত্র আরও জানিয়েছে যে, ওই নারীর আগামী চার-পাঁচদিনের মধ্যে সন্তান প্রসবের কথা ছিল।

খোস্ত প্রদেশের তালেবান কর্মকর্তারাও ঘটনা নিশ্চিত করেছেন। জানানো হয়েছে যে, খোস্ত প্রদেশের আলিশার জেলায় অজ্ঞাত বন্দুকধারীরা নারী ও শিশুসহ একটি পরিবারের ১০ সদস্যকে হত্যা করেছে। ওই পরিবারের মাত্র একটি শিশু জীবিত আছে।

হামলার আগে পরিবারটি পাকতিয়া প্রদেশ থেকে খোস্তের আলিশার জেলায় এসেছিল। সূত্র জানিয়েছে, পরিবারটির অন্য পরিবার বা ব্যক্তি সাথে বিরোধের ইতিহাস ছিল, যা আক্রমণে ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সহিংস অপরাধ বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে এই ঘটনাটি ঘটল, যা এই অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে তালেবান কর্তৃপক্ষ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।