BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৪
আজকের সর্বশেষ সবখবর

চেক রেস্টুরেন্টে বিস্ফোরণে, নিহত ৬


জানুয়ারি ১২, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পশ্চিম চেক শহর মোস্টের একটি রেস্তোরাঁয় প্রোপেন-বিউটেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ছয়জন মারা গেছেন। এই বিস্ফোরণের পর ভবনটিতে আগুন লেগে যায় বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া বিস্ফোরণের আগুনে আটজন আহত হয়েছেন। ঘটনার পর রেস্তোরাঁ এবং আশেপাশের ভবন থেকে ৩০ জনকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে চেক ফায়ার রেসকিউ সার্ভিস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে ফায়ার ব্রিগেড জানিয়েছে, “প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি হিটার উল্টে গেলে আগুনের সূত্রপাত হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান চেক রেডিওকে বলেছেন, সম্ভবত রেস্তোরাঁর সামনের বাগানে প্রোপেন-বিউটেন হিটার উল্টে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। ফায়ার ব্রিগেড জানিয়েছে যে তারা বাথরুমে আটকে পড়া গুরুতর আহত একজন অতিথিকে উদ্ধার করেছে। চেক রেডিও জানিয়েছে, বিস্ফোরণের সময় রেস্তোরাঁয় প্রায় ২০ জন অতিথি ছিলেন। সূত্রে: আল আরাবিয়া

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।