শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে সেই রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ৩০০ সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে




সুনামগঞ্জ সীমান্তে শীতার্তদের মধ্যে বিজিবির শীতবস্ত্র বিতরণ

bc4eb811 2489 48ca b0d5 6c23114d2cf4 - BD Sylhet News




তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে এলাকায় চার শতাধিক স্থানীয় গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে উপজেলার শলুকাবাদ ইউনিয়নের কাপনা এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে জনসচেতনতা মূলক সভার আয়োজন করা হয়।

সভায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, বিশ্বম্ভপুর থানার অফিসার ইনচার্জ, স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ভুলুরা ও চিনাকান্দি এলাকার গ্রামবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে গরীব,দুস্থা ও শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেন।

সভায় জেলার ডুলুরা এবং চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধে প্রদানের লক্ষ্যে সভায় অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক অবৈধ ভাবে পাথর উত্তোলন,সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো,নারী ও শিশু পাচার রোধকরে স্থানীয় জনসাধারণকে প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, অসহায় মানুষের পাশে কমসংখক সামর্থ্যবান মানুষ জনকে দাঁড়াতে দেখা যায়। আজ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারায় ভাল লাগছে। আমরা ৪শত জনের মধ্যে শীতের এই কম্বল বিতরণ করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের এই কার্যক্রম আরও অব্যাহিত থাকবে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD