শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে সেই রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ৩০০ সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে




বিয়ানীবাজারে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৭ আসামী গ্রেফতার

380405 - BD Sylhet News




বিডিসিলেট ডটকম : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনায় ১০ পিস ইয়াবাসহ দুবাগের জামিল হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর দুবাগের মৃত নাজিম মিয়ার ছেলে। এছাড়াও পৃথক মামলায় সাজা পরোয়ানাভূক্ত আসামী ফয়সল আহমদ (৩৪) কে গ্রেফতার করে পুলিশ। তিনি খশির আব্দুল্লাহপুর এলাকার মৃত হাজী জমির উদ্দিনের ছেলে।

অপর অভিযানে উত্তর দুবাগের লুতু মিয়া (২৮) ও শাকিল মিয়া (১৯) এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী বারইগ্রামের আফতাব আলীর ছেলে রায়হান (৩০), বাহাদুরপুর বাউটুলী এলাকার আকল আলীর ছেলে বলাই হোসেন (৩৫), দক্ষিণ পাড়িয়াবহরের আমীন আলীর ছেলে বুরহান উদ্দিন (৪০) কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান।

অভিযানে নেতৃত্ব দেন এসআই সৌরভ সাহা, এসআই নাজমুল হক মামুন, এসআই আশরাফুল সিকদার, এএসআই রিপন মিয়া, এএসআই মোজাম্মেল হক।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD