রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
বিডিসিলেট প্রতিবেদক : সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরো এক যাত্রী।
শুক্রবার (০৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম আজমান। সে কোম্পানীগঞ্জের বুড়দেও এলাকার বাসিন্দা। তবে আহত অপর মোটরসাইকেল আরোহীর নাম এখনো জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত নিহত ও ১ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।