রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে শহরের একটি হোটেলে সভায় জেলা কৃষকদলের আহ্বায়ক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনিসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।
সদস্য সচিব আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ.ত.ম মিছবাহ, মো. নজরুল ইসলাম, নাসিম উদ্দিন লালা, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফুল মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণত সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলী, ফরিদ আহমদ, লুৎফুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।
এসময় জেলার ১৬টি ইউনিটের আহ্বায়ক, সভাপতি, সদস্য সচিব, সাধারণ সম্পাদক সহ কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।