রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




মদ কেনার টাকা দেয়নি মা, বিদ্যুতের তারের ওপর শুয়ে পড়ল ছেলে

india 20250102145651 - BD Sylhet News




আন্তর্জাতিক ডেস্ক : মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সতর্কতাবার্তা সবসময় দেওয়া হলেও, তা আসলে ক’জনের কানে পৌঁছায়, তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। এছাড়া অত্যাধিক মদ্যপান করে দুর্ঘটনার খবরও প্রায়ই সামনে আসে। অদ্ভুতুড়ে কাণ্ডও ঘটায় অনেকে।

তেমনই এক কাণ্ড আবারও এলো সামনে। এবার মদ্যপান করে এক যুবক বিদ্যুতের তারের ওপরে শুয়ে পড়লেন! মূলত আরও মদ্যপানের জন্য মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে এই কাণ্ড ঘটায় সে। যদিও স্থানীয়দের ডাকাডাকিতে একপর্যায়ে ওপর থেকে নিচে নেমে আসে সে।

হাস্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে। এদিকে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ছে। বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি বলছে, উদ্ভট এক ঘটনায় গত ৩১ ডিসেম্বর পার্বতীপুরম মান্যম জেলার পালাকোন্ডা মন্ডলের এম সিঙ্গাপুরম গ্রামে এক মদ্যপ ব্যক্তি একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে তারের ওপর শুয়ে পড়ে। তবে সতর্ক গ্রামবাসীরা সময়মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় সেখানে কোনও বিপর্যয় ঘটেনি।

তথ্য অনুসারে, মাতাল ওই ব্যক্তির নাম কে ভেঙ্কন্না। তার মা তাকে তার সামাজিক নিরাপত্তা পেনশনের টাকা দিতে অস্বীকার করার পরে গত ৩১ ডিসেম্বর সে এই কাণ্ড ঘটায়। মূলত নববর্ষ উদযাপনের সময় আরও মদ খাওয়ার জন্য ওই ব্যক্তি তার মায়ের কাছে অর্থ চেয়েছিলেন বলে জানা গেছে।

এদিকে টাকা না পেয়ে ভেঙ্কন্নার এই কাণ্ডে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের আশঙ্কা ছিল যে, তিনি হয়তো বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে যেতে পারেন।

পরে তারা বিদ্যুতের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেন এবং এরপর তারা তাকে নিচে নামতে অনুরোধ করেন; তবে গ্রামবাসীর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি। মূলত সবার আহ্বান উপেক্ষা করে ভেঙ্কন্না বেশ কিছুটা সময় তারের ওপরেই শুয়ে ছিলেন। অবশ্য গ্রামবাসীরা বারবার ডাকাডাকি করার পর তিনি বৈদ্যুতিক খুঁটি থেকে নেমে আসেন।

উদ্ভট এই কাণ্ডের বিষয়ে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেঙ্কন্নার বিরুদ্ধে মামলা দায়ের করে।

পরে পুলিশ ভেঙ্কন্নাকে তার বিপজ্জনক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি ব্যঙ্গাত্মকভাবে উত্তর দেন। তিনি বলেন, তিনি তার মায়ের কাছে ওষুধ কেনার জন্য অর্থ চেয়েছিলেন। কিন্তু অর্থ না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ক্ষোভের সাথে প্রতিবাদ হিসাবে বৈদ্যুতিক তারের ওপর শুয়ে থাকার সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD