সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৮:৫৪ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::-সিলেটে নগরীতে বিদ্যুৎ নেই গতকাল মঙ্গলবার ১৬ নভেম্বর থেকে। ফলে নগরীতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে পানির জন্য পড়েছে হাহাকার। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগরে পানি সরবরাহ করতে পারছে না। বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চরম দুরবস্থার মধ্যে আছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনেরা। অধিকাংশ বিপণি-বিতান ও দোকানপাট অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। পাশাপাশি কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে আজ বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, আমরা কাজ চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি যতো দ্রুত সম্ভব সংযোগ দেয়া যায়।
ধারণা করা হচ্ছে আজ রাতে বিকল্প ব্যবস্থায় সিলেটের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়তো সম্ভব হবে।