মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:৪৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক::অস্ট্রেলিয়ার সিডনির বিচে প্যারাসুট নিয়ে নামতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ৯১ বছরের এক বৃদ্ধ।সিডনির উত্তরাঞ্চলে সমুদ্রসৈকতে পানির ওপর গিয়ে আহত ওই বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, রোববার বিকাল ৬টার দিকে ওয়ারিউড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা দ্রুত গিয়ে প্যারাসুটের দড়ি কেটে বৃদ্ধকে উপকূলীয় এলাকা থেকে তুলে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠান। তবে পুলিশ ওই বৃদ্ধের নাম প্রকাশ করেনি।