মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৫:২৬ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক:: সিলেটে রর্যাব-৯ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার হয়েছে। তারা হচ্ছে-এসএমপি’র জালালাবাদ থানার করের পাড়ার (মোহনা ব্লক বি-৩৭) মো: আব্দুর রহিমের পুত্র মোঃ তানভির আহম্মেদ(৩৪) এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাজারকান্দি গ্রামের সুকেশ সরকার ওরফে সুকেশ দাসের পুত্র সাগর সরকার (২৫)। তাদের হেফাজত হতে ২০০ পিস ইয়াবা এবং ০৩ রাউন্ড গুলিসহ একটি টি রিভলবার, একটি বিদেশী পিস্তল, উদ্ধার ও জব্দ করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দিবাগত রাত সোয়া ১টায় জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে এসএমপির জালালাবাদ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছে।