BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৭
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতা খালাতো বোনের বিয়ে খেতে এলেন, অতঃপর…


ডিসেম্বর ২৭, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৫ টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম গাউস লিমন। পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গাউস শাজাহানপুর উপজেলা রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

গত ৫ আগস্টের পর থেকে পলাতক থাকলেও খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আসে লিমন। পরে বিষয়টি টের পেয়ে দীর্ঘদিন লিমনের হাতে নির্যাতিত জনগণ তার বাড়ি ঘিরে ফেলে। এ অবস্থায় থানা পুলিশে সংবাদ দেন ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম। পরে পুলিশ পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব হোসেন জানান, গাউস দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে মাদকের কারবার, জোর পূর্বক ইট বালু সিমেন্টের ব্যবসা চালিয়ে আসছিল।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বিকেলে বি ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে এ পর্যন্ত পাঁচটি মামলা রয়েছে, এর মধ্যে একটি রাজনৈতিক মামলা।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।